• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবাধে ঘোরাফেরা, বাগেরহাটে ২ প্রবাসীকে অর্থদণ্ড

  বাগেরহাট প্রতিনিধি

২১ মার্চ ২০২০, ২০:১৯
অধিকার
জেলা ম্যাপ (ছবি : দৈনিক অধিকার)

বাগেরহাটের চিতলমারী উপজেলায় হোম কোয়ারেন্টিনে না থাকায় ওমানফেরত দুই প্রবাসীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফুল আলম এ অর্থদন্ডাদেশ দেন। একইসঙ্গে তাদের হোম কোয়ারেন্টিনে থাকার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

অর্থ দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- উপজেলার চরবড়বাড়িয়া গ্রামের মাখন বৈরাগীর ছেলে আকাশ বৈরাগী (৪০) ও চিংগড়ী গ্রামের বেলায়েত শেখের ছেলে এরশাদ শেখ ( ৩৫)।

আরও পড়ুন : নন্দীগ্রামে করোনা সচেতনতায় আওয়ামী লীগ নেতার লিফলেট বিতরণ

মো. মারুফুল আলম জানান, গত ৫ দিন আগে ওমান থেকে বাড়িতে ফিরেন তারা। বাড়িতে এসে হোম কোয়ারেন্টিনে না থেকে তারা অবাধে ঘোরাফেরা করছিলেন। খবর পেয়ে ওই এলাকায় গিয়ে তাদের দুইজনকে সরকারি নির্দেশ অমান্য করার দায়ে একজনকে ৫ হাজার ও অপরজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাদের হোম কোয়ারেন্টিনে থাকার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

ওডি/এমআরকে

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড