• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

উল্লাপাড়ায় বিদেশফেরত ২৩৬, হোম কোয়ারেন্টিনে ১৯ জন

  সিরাজগঞ্জ প্রতিনিধি

২১ মার্চ ২০২০, ১৮:৩২
করোনা
করোনা ভাইরাস (ছবি : দৈনিক অধিকার)

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলতি মাসে ২৩৬ জন প্রবাসী বিদেশ থেকে ফিরেছেন, এর মধ্যে মাত্র ১৯ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

শনিবার (২১ মার্চ) উল্লাপাড়া থানা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিদেশফেরত ১৯ জন প্রবাসীকে সন্দেহজনক হিসেবে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা যেন হোম কোয়ারেন্টিন মেনে চলে এজন্য আমরা নিয়মিত খোঁজ-খবর রাখা নিচ্ছি।

২৩৬ জন প্রবাসীর মধ্যে মাত্র ১৯ জন হোম কোয়ারেন্টিনে আছেন এবং বাকিরা লোকসমাগমে ঘোরাঘুরি করছেন। এতে অন্যদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে বিভিন্ন মানুষ ক্ষোভও প্রকাশ করছেন।

উপজেলার দূর্গানগর ইউনিয়নের দাদনপুর গ্রামের আব্দুর রহিম জানান, তার বাড়ির পাশে এক চীনফেরত প্রবাসী এসে লোকসমাগমে চলাফেরা করছে। তিনি হোম কোয়ারেন্টিন মানছেন না। এতে আমারও আতঙ্কে আছি।

আরও পড়ুন : করোনা : রাঙ্গামাটিতে বিদেশফেরতদের খুঁজছে পুলিশ

এ দিকে, করোনা ভাইরাস আতঙ্কে উপজেলার বিভিন্ন এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ক্রমেই বাড়ছে। তবে বাজার স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

ওডি/এমআরকে

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড