• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রংপুর বিভাগে হোম কোয়ারেন্টিনে ৭৪৬ প্রবাসী

  রংপুর প্রতিনিধি

২১ মার্চ ২০২০, ১৪:২৪
করোনা ভাইরাস
করোনা ভাইরাস (ছবি : ফাইল ফটো)

করোনা ভাইরাস আতঙ্কে কমে গেছে রংপুর মহানগরীতে মানুষের চলাচল। সুরভী উদ্যান, চিড়িয়াখানাসহ বিভিন্ন বিনোদন স্পটগুলো বন্ধ হয়ে গেছে। ইতোমধ্যে রংপুর বিভাগে হোম কোয়ারেন্টিনে মোট ৭৪৬ জন প্রবাসী আছেন।

এ দিকে, বাজারগুলোতে মানুষের ভিড় বেড়ে যাওয়ায় বেশি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছেন বিক্রেতারা। ফলে বাজারে সব পণ্যের মূল্য ঊর্ধ্বগতি। অনেক মানুষ বাধ্য হয়ে নগরীতে ঘোরাফেরা করছেন, অফিস-আদালতে উপস্থিতিও কমে গেছে।

শনিবার (২১ মার্চ) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম দৈনিক অধিকারকে জানিয়েছেন, সচেতনতায় ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সবাইকে তিনি সচেতনভাবে হাত ধোয়া এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

রংপুরের ডিসি আসিব আহাসান দৈনিক অধিকারকে বলেন, করোনা সচেতনতায় প্রবাসীদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। এ বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কতায় থেকে কাজ করছি। তবুও যদি কেউ এ আদেশ না মান্য করেন তাহলে প্রয়োজন হলে সেখানে আমরা অভিযান চালিয়ে তাদের কোয়ারেন্টিনে রাখব।

এছাড়াও নিত্যপণ্যের বাজারদর যেন কেউ বৃদ্ধি করতে না পারে সেজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে নগরীর সিটি বাজারসহ রংপুরের ৮ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের আট জেলায় হোম কোয়ারেন্টিনে গেছেন বিদেশফেরত আরও ১২৮ জন। এ নিয়ে এই বিভাগে মোট হোম কোয়ারেন্টিনে আছেন ৭৪৬ জন।

আরও পড়ুন : বগুড়ায় ক্যাসিনোতে অভিযান, গ্রেপ্তার ৫

রংপুর স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. আমিন আহমেদ খান জানান, শনিবার সকাল ৬টা পর্যন্ত এই বিভাগের আট জেলায় মোট ৭৪৬ জন হোম কোয়ারেন্টিনে আছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় গেছেন ১১৮ জন। যারা কোয়ারেন্টিনে আছেন তাদের মধ্যে রংপুরে ১৮১, পঞ্চগড়ে ২৮, নীলফামারীতে ১১৯, লালমনিরহাটে ৭২, কুড়িগ্রামে ১২৮, ঠাকুরগাঁওয়ে ৭৪, দিনাজপুরে ৬২ এবং গাইবান্ধায় ১১৬ জন আছেন।

এছাড়া ৫০ জনকে এই বিভাগে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড