• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাইবান্ধায় কয়েলের আগুনে পুড়ল বসতঘরসহ গবাদিপশু

  গাইবান্ধা প্রতিনিধি

২১ মার্চ ২০২০, ১২:০৪
আগুন
আগুন নেভাতে ব্যস্ত ফায়ার সার্ভিসের কর্মীরা (ছবি : ফাইল ফটো)

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কয়েলের আগুনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪টি বসতঘর ও গবাদিপশু ভস্মীভূত হয়ে গেছে।

শনিবার (২১ মার্চ) সকালে সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শাহারিয়া খাঁন বিপ্লব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এর আগে শুক্রবার (২০ মার্চ) গভীর রাতে উপজেলার দামোদরপুর ইউনিয়নের খুনিয়ারপাড়া গ্রামের ছোলায়মানের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ছোলায়মানের ছেলে সাইদুল ইসলাম সন্ধ্যার পর গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়ে দেন। রাতে হঠাৎ করে গোয়াল ঘরে আগুন জ্বলে উঠে। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে সাইদুল তার ভাই সোহেল, বাবা ছোলায়মান, চাচা হাকিম ও হাকিমের জামাই আমির বকসের কাঁচা টিনের ঘরসহ অন্তত ১৪টি বসতঘর পুড়ে যায়।

ক্ষতিগ্রস্তের দাবি, আগুনে প্রায় ৫০ হাজার টাকার মূল্যের একটি গরুসহ প্রত্যেকের ঘরের ধান, চাল, আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আগুন থেকে বাঁচাতে আশপাশের আরও পাঁচটি টিন ও খড়ের ঘর তড়িঘড়ি করে সড়াতে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুনে ঘর, ঘরের মালামালসহ সব কিছুই পুড়ে যায়। পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে সব মিলিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকার ও প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেছেন।

আরও পড়ুন : করোনা আতঙ্কে পঞ্চগড়ে বিয়ে বন্ধ করলেন ইউএনও

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপপরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়াল ঘরে জ্বালানো কয়েলে থেকে এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে। শেষ মুহূর্তে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে ১৪টি কাঁচাঘর, আসবাবপত্র ও মালামাল সম্পূর্ণ পুড়ে আনুমানিক ২০ থেকে ৩০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নগদ অর্থসহ প্রয়োজনীয় সহযোগিতার কথা জানান উপজেলা চেয়ারম্যান।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড