• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শাহজাদপুরে দুর্লভ হরিয়াল পাখি উদ্ধার

  সিরাজগঞ্জ প্রতিনিধি

২১ মার্চ ২০২০, ১০:৫৮
হরিয়াল পাখি
উদ্ধারকৃত হরিয়াল পাখি (ছবি : দৈনিক অধিকার)

সিরাজগঞ্জের শাহজাদপুরে আটক অবস্থায় থাকা এক ব্যক্তির কাছ থেকে একটি হরিয়াল পাখি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার পোতাজিয়া গ্রামের এরশাদ আলীর হেফাজতে খাঁচায় বন্দি থাকা পাখিটি দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস উদ্ধার করেন।

শাহজাদপুরের দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস আরও জানান, প্রায় তিন মাস আগে এরশাদ আলী গাছ থেকে পাখিটি ধরে খাঁচায় বন্দি করে রেখেছিল। সংবাদ পেয়ে পাখটি উদ্ধার করা হয়। বর্তমানে হরিয়াল পাখিটি কিছুটা অসুস্থ রয়েছে। তার পাখার পালক কাটা। ভালোভাবে উড়তে পারছে না। সুস্থ হলে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। এজন্য ইতোমধ্যে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ এস এম জহির উদ্দিন আকনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

আরও পড়ুন : সেইফ এন্ড সেইভকে ভ্রাম্যমাণ আদালতের ৩ লাখ টাকা জরিমানা

তিনি আরও জানান, হরিয়াল কবুতর জাতীয় ফল ভক্ষক বৃক্ষচারী পাখি। দেখতে এটি কবুতরের মতো। একসময় দেশের চিরহরিৎ বনাঞ্চলে এ পাখি প্রচুর দেখা যেত। তবে আবাসস্থল সংকটে আর সেভাবে এ পাখি নজরে পড়ে না।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড