• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজশাহীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

  রাজশাহী প্রতিনিধি

২১ মার্চ ২০২০, ০৯:৫১
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনার শিকার মোটরসাইকেল (ছবি : দৈনিক অধিকার)

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুইটি মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার সাহাব্দিপুর এলাকার রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হন।

নিহতরা হলেন- গোদাগাড়ীর উজানপাড়া গ্রামের বদরুল ইসলামের ছেলে হৃদয় (২২), রামনগর লালবাগ গ্রামের মাহবুব হোসেনের ছেলে মোহাম্মদ আলী (২৮) ও রাজশাহীর পবা উপজেলার কাঁঠালবাড়িয়া গোবিন্দপুর গ্রামের সন্তোষের ছেলে শ্যামল (২৩)।

আহতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার ইউসুফ আলীর ছেলে সোহাগ আলী (২২) ও রাজশাহী নগরীর রায়পাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে মোসাদ্দেক আলী (২১)। তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

রামেক হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর স্থানীয়রা পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক শ্যামলকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় ও মোহাম্মদ আলী মারা যান। অন্য দুইজন আট নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

আরও পড়ুন : গাইবান্ধা ৩ আসনের ভোটগ্রহণ শুরু

গোদাগাড়ী থানার ওসি খায়রুল ইসলাম জানান, রাজশাহী-ঢাকা মহাসড়কে গোদাগাড়ীর সাহাব্দিপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের পাঁচ আরোহী আহত হন। আহতদের স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড