• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কক্সবাজারে ১৭ হাজার ইয়াবাসহ আটক ৩

  কক্সবাজার প্রতিনিধি

২০ মার্চ ২০২০, ২০:৫৫
মাদক কারবারি
পৃথক অভিযানে আটক মাদক কারবারিরা (ছবি : দৈনিক অধিকার)

প্রায় ১৭ হাজার ইয়াবাসহ কক্সবাজারে তিনজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

শুক্রবার (২০ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটক মাদক কারবারিরা হলো- বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দুল আমিনের স্ত্রী ইয়াছমিন আক্তার (২৩), নুরুল কাদেরের ছেলে মো. ইয়াছিন (২০) ও ল্যাদা এলাকার রোহিঙ্গা ক্যাম্পের জিয়াদুল হকের ছেলে জোবায়ের (২৩)।

র‌্যাব জানায়, আটক মর্জিনা বেগমের বসতবাড়িতে ইয়াবা ক্রয়-বিক্রয় হচ্ছে- এমন গোপন সংবাদে র‌্যাবের একটি দল বিকালে ওই এলাকায় অভিযান চালায়। ওই সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ইয়াছমিন আক্তার ও ইয়াছিনকে আটক করা হয়। পরে তাদের হাতে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৯২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এর আগে একই দিন সকালে পৃথক অপর একটি অভিযানে জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকায় ইয়াবা বিক্রয়কালে ৮ হাজার ৯৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি জোবায়েরকে আটক করা হয়। তবে ওই সময় কৌশলে জোবায়েরের সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

আরও পড়ুন : নামাজরত অবস্থায় ছেলের এলোপাতাড়ি কোপে জীবন গেল মায়ের

আটকের সত্যতা স্বীকার করে র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী দৈনিক অধিকারকে জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড