• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নন্দীগ্রামে কোয়ারেন্টাইন অমান্য করায় প্রবাসীকে জরিমানা

  নন্দীগ্রাম প্রতিনিধি, বগুড়া

২০ মার্চ ২০২০, ১১:৫৩
ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমাণ আদালত টিম (ছবি : দৈনিক অধিকার)

বগুড়ার নন্দীগ্রামে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা অমান্য করার দায়ে বিলাশ চন্দ্র রায় (৩৪) নামে এক প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিলাশ নন্দীগ্রাম পৌরসভার কচুগাড়ী মহল্লার বিমল চন্দ্রের ছেলে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে নন্দীগ্রাম পৌর এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার এ দণ্ড প্রদান করেন।

জানা গেছে, তিন দিন আগে বিলাশ ভারত থেকে এসে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা অমান্য করে হাট-বাজারে ঘুরে বেড়াচ্ছিলেন। এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি তাকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন : নড়িয়ায় প্রবাসীরা ঘুরে বেড়াচ্ছেন দেদারসে, প্রশাসনের হুঁশিয়ারি

শুক্রবার (২০ মার্চ) সকালে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা অমান্য করায় এক প্রবাসীকে জরিমানা করা হয়েছে। এছাড়া সরকারি নির্দেশনা অমান্যকারীদের আইনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, গণজমায়েত হতে পারে এমন কোনো উৎসব কিংবা আড্ডার বিষয়ে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড