• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডামুড্যায় আলুর বাম্পার ফলন

  মো. জাবেদ শেখ, শরীয়তপু

২০ মার্চ ২০২০, ১০:৪৩
শরীয়তপুর
আলুর বাম্পার ফলন (ছবি : দৈনিক অধিকার)

শরীয়তপুর ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নে এবার আলুর বাম্পার ফলন হয়েছে। তবে ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় রয়েছেন চাষিরা। গত বছর বৃষ্টির কারণে আলুর উৎপাদন অনেক কম ছিল।

আলু চাষিরা জানান, জমি থেকে আলু সংগ্রহের খরচ বহন করতে হিমশিম খেতে হয়। এছাড়া জেলার বাইরের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করতে না পারায় মধ্যস্বত্বভোগীদের কাছে আলু বিক্রয় করতে হয়। ফলে ক্ষতির মুখে পড়ে চাষিরা।

কৃষক মুজিবর ফকির বলেন, ‘হঠাৎ বাজারে আলুর দাম কমে যাওয়ায় তেমন লাভ হচ্ছে না। জমি থেকে একমণ আলু বিক্রি করতে হচ্ছে ৪২০ থেকে ৪৩০ টাকায়। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে মণ প্রতি ৭২০ টাকায়।

একই এলাকার আলু চাষি আব্দুল জব্বার দৈনিক অধিকারকে বলেন, ‘দুই বিঘা জমিতে আলু চাষ করেছি। এখনো আলু তোলা শেষ হয়নি। সম্পূর্ণ আলু তোলার পর বুঝা যাবে লাভ ক্ষতি কেমন হয়।

ডামুড্যা বাজারের মধ্যস্বত্বভোগী আলু ব্যবসায়ী আমিনুল ইসলাম দৈনিক অধিকারকে বলেন, ‘আমরা কৃষকের জমি থেকে কম দামে আলু কিনি। পরে সেগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করি। তবে শ্রমিকদের খরচ দিয়েও ভালোই লাভ হয়।’

আরও পড়ুন : করোনা ভাইরাস : চাঁদপুরের সকল বিনোদন কেন্দ্র বন্ধ

ডামুড্যা উপজেলা কৃষি অফিসার শেখ আজিজুর রহমান দৈনিক অধিকারকে জানান, এই উপজেলায় আলুর আবাদ হয়েছিল ২১০ হেক্টর জমিতে। ডায়মন্ড জাতের ১৮০ হেক্টর আর কার্ডিগাল জাতের ৩০ হেক্টর। আলু ফলন ভালো হয়েছে। ভালো ফলন পাওয়ায় কৃষক খুশি। প্রতি হেক্টর প্রতি ৩৫ টন আলু উৎপাদন হয়েছে।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড