• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবাধে ঘোরাফেরা, ডামুড্যায় সৌদি প্রবাসীকে জরিমানা

  শরীয়তপুর প্রতিনিধি

২০ মার্চ ২০২০, ০৯:৫২
শরীয়তপুর
(ছবি : প্রতীকী)

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় হোম কোয়ারেন্টিনে থাকার সরকারি নির্দেশনা অমান্য করায় সৌদি ফেরত এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থ দণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন এ জরিমানা করেন।

অর্থ দণ্ডাদেশপ্রাপ্ত হান্নান ঢালী (৪৮) ডামুড্যা পৌরসভার ধুপখোলা এলাকার আবুল কালাম ঢালীর ছেলে। রবিবার (১৫ মার্চ) বাংলাদেশে আসেন তিনি।

জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে সৌদি ফেরত আবুল কালাম বাড়ির বাইরে রাস্তায় অবাধে ঘোরাঘুরি করছিলেন। বিষয়টি স্থানীয় একজন উপজেলা প্রশাসনকে জানালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুন : চন্দনাইশে হোম কোয়ারেন্টাইনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ১৭ জন

উপজেলা সহকারী কমিশনার দৈনিক অধিকারকে জানান, সম্প্রতি বিভিন্ন দেশ থেকে অনেকে দেশে ফিরছেন। করোনা ভাইরাস ছড়ানোর ঝুঁকি এড়াতে সরকারি নির্দেশ মোতাবেক তাদের নিজ বাড়িতে একটি কক্ষে একাকী ১৪ দিন থাকতে বলা হয়েছে। তবে কেউ কেউ এ নির্দেশনা অমান্য করছেন। যিনিই এ নির্দেশনা অমান্য করবেন, তাকেই আইনের আওতায় আনা হবে। তাকে জেল বা অর্থদণ্ড দেওয়া হবে।

এ দিকে, করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিদিন উপজেলার বিভিন্ন হাট-বাজার ও জনসমাগম এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে।

ওডি/এমআরকে

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড