• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা সন্দেহভাজন বাচ্চুকে পাওয়া যাচ্ছে না, চিন্তিত এলাকাবাসী

  শিমুল হাসান, নড়াইল প্রতিনিধি

২০ মার্চ ২০২০, ০৬:১৭
করোনা ভাইরাস
করোনা ভাইরাস (ফাইল ফটো)

নড়াইলের লোহাগড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন বাচ্চু শেখ (৩২) এখন কোথায়? সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তা স্পষ্ট জানেন না। এ বিষয়টি নিয়ে এলাকার লোকজন বেশ চিন্তিত হয়ে পড়েছেন।

লোহাগড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে হাসপাতালের জরুরি বিভাগে বাচ্চু শেখ নামে একজন চিকিৎসা নিতে আসেন। রোগীর শরীরে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা ছিল। জরুরি বিভাগের ডাক্তার দীবেন্দু কুমার দাস ওই রোগীর চিকিৎসা দিয়েছেন।

ডাক্তার দীবেন্দু কুমার দাস বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হলে যে উপসর্গ পাওয়া যায় ওই রোগীর মধ্যে অনেকটা তেমনই উপসর্গ ছিল। তবে রোগীর মধ্যে করোনা রোগের শতভাগ উপসর্গ ছিলন না। রোগীর ব্লাড প্রেশার কম ছিল। স্যালাইন দিয়ে প্রেশার বাড়ানোর চেষ্টা করেছিলাম। পরে নড়াইল সদর হাসপাতালে রেফার্ড করেছি।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মসিউর রহমান বাবু জানান, ওই রোগীর শ্বাস কষ্ট ছিল। করোনা কি না নিশ্চিত না। পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় রেফার্ড করেছি।

আরও পড়ুন : কুলাউড়ায় বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় জরিমানা

লোহাগড়ার জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আকতার হোসেন জানান, ওই রোগীর ব্যাপারে শুনেছি। বাড়ি ইউনিয়ন পরিষদের আশপাশে সিডি এলাকায়। বাবার নাম বলতে পারছি না। তবে তাকে চিনেছি। শুক্রবার (২০ মার্চ) সকালে রোগীর বাড়ি গিয়ে খোঁজ নেব।

একাধিক সূত্র দাবি করছে সন্দেহভাজন করোনা রোগী বাচ্চু শেখ চিকিৎসার জন্য ঢাকায় না গিয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্য বিভাগের লোকদের কাছে এলাকার মানুষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার দাবি করেছেন।

ওডি/নূর

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড