• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসে দুর্বৃত্তের হামলা, আহত ১০

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

১৯ মার্চ ২০২০, ১২:০০
যাত্রীবাহী বাস
হামলার শিকার বাস (ছবি : দৈনিক অধিকার)

ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে কুমিল্লা ট্রান্সপোর্টের যাত্রীবাহী একটি বাসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসে থাকা ১০ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের শহরতলির ঘাটুরা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা বাসের ডান পাশে সবকটি জানালার গ্লাস ভেঙে ফেলে।

আহতদের মধ্যে ওয়াসেল মিয়া (৫৫), বাচ্চু মিয়া (৩৫), শরীফুল মিয়া (২৬), আমবিয়া বেগম (৫৩), মর্জিনা খাতুন (৪০), মাবিয়া খাতুনের (৪৫) নাম জানা গেছে। তারা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

আহত বাসযাত্রী বাচ্চু মিয়া দৈনিক অধিকারকে জানান, কুমিল্লা ট্রান্সপোর্টের বাস দিয়ে আমরা সবাই কুমিল্লার মুরাদনগর থানার পীরকাশিমপুর গ্রামে পীরের বাড়িতে গিয়েছিলাম। সেখানে একদিন থাকার পর আজ বিকালে ওই বাসে করে বাড়ির দিকে রওনা হই। চলন্ত বাসে হঠাৎ বিকট একটা শব্দ শুনতে পাই। পরে দেখি চার থেকে পাঁচজনের একটি দল আমাদের বাসটিকে লক্ষ্য করে ঢিল ছুড়ছে।

একপর্যায়ে তারা লাঠি দিয়ে আঘাত করতে থাকে। তখন জানালার গ্লাস ভেঙে আমাদের গায়ে পড়ে অনেকের হাত-মাথা কেটে যায়। সবাই চিৎকার করতে শুরু করলে তারা কিছুক্ষণ হামলা চালিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন : আনোয়ারায় ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন দৈনিক অধিকারকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যারা হামলা করেছে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড