• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

গোপালগঞ্জে কোয়ারেন্টাইনের নির্দেশ না মানায় ২ প্রবাসীর জরিমানা

  গোপালগঞ্জ প্রতিনিধি

১৯ মার্চ ২০২০, ০৭:৫১
হোম কোয়ারেন্টাইন
হোম কোয়ারেন্টাইন সম্পর্কে নির্দেশনা প্রদানকালে ইউএনও মো. সাব্বির আহমেদ (ছবি : দৈনিক অধিকার)

হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করে বাইরে ঘোরাফেরা করার দায়ে গোপালগঞ্জে দুই প্রবাসীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির আহমেদ তাদের এই অর্থদণ্ডে দণ্ডিত করেন।

ইউএনও সাব্বির আহমেদ জানান, ওই দুইজন প্রবাসী সম্প্রতি বিদেশ থেকে গোপালগঞ্জে ফিরেছেন। কিন্তু তারা হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মেনে বাইরে ঘোরাফেরা করছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দুই প্রবাসীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তারা এখন থেকে হোম কোয়ারেন্টাইনের নিয়ম মেনে নিজ নিজ বাসায় অবস্থান করবেন বলেও মুচলেকা নেওয়া হয়।

এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে বিদেশ থেকে যেই কয়েকজন প্রবাসী সম্প্রতি গোপালগঞ্জে এসেছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে সচেতন করা হবে বলেও জানিয়েছেন ইউএনও সাব্বির আহমেদ।

আরও পড়ুন : সকল পর্যটকদের বান্দরবান ত্যাগের নির্দেশ

উল্লেখ্য, গোপালগ‌ঞ্জে এখন পর্যন্ত বিদেশফেরত ৭১ জন করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড