• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কক্সবাজার সৈকত থেকে পর্যটকদের সরিয়ে দেওয়া হচ্ছে

  কক্সবাজার প্রতিনিধি

১৮ মার্চ ২০২০, ২০:০১
সমুদ্র
সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে পর্যটকদের সরিয়ে দেওয়া হয়েছে (ছবি : দৈনিক অধিকার)

কক্সবাজারে পর্যটক আসার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। করোনা ভাইরাস প্রতিরোধে কক্সবাজারে সকল প্রকার জনসমাগম ও পর্যটক আগমনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৮ মার্চ) বিকাল ৪টার দিকে জেলা প্রশাসক মো. কামাল হোসেন গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন।

বিকাল চারটার পর থেকে সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে মাইকিংয়ের মাধ্যমে পর্যটকদের সরে যেতে বলা হয়। এরপরেও যারা সৈকতে ভিড় জমাচ্ছে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের পুলিশ সুপার জিল্লুর রহমান।

বুধবার সন্ধ্যার পর থেকে সমুদ্র সৈকতে কোনো পর্যটককে নামতে দেওয়া হয়নি। ফলে পর্যটকশূন্য হয়ে পড়ে কক্সবাজার সমুদ্র সৈকত।

কক্সবাজারে হোটেল-মোটেলগুলোতে নতুন করে পর্যটক না ঢুকতে দেওয়ার নির্দেশনা দিয়েছে কক্সবাজারের জেলা প্রশাসন। একই সাথে যেসব পর্যটক ইতোমধ্যে হোটেলে অবস্থান করছেন তাদেরও ফেরত যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : বরিশাল জেলা ও দায়রা জজ কোয়ারেন্টাইনে

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান, কক্সবাজারে দেশি-বিদেশি অনেক পর্যটক আসে। এর ফলে কক্সবাজার করোনা ভাইরাসের ঝুঁকিতে রয়েছে। তাই করোনা ঝুঁকি এড়াতে কক্সবাজারে পর্যটকদের না আসার জন্য বলা হয়েছে। একই সাথে সমুদ্র সৈকতে জনসমাগম রোধে পর্যটকদের না নামতে সতর্কতা জারি করা হয়েছে। সৈকতের বিচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশ সমুদ্র সৈকত থেকে পর্যটকদের সরিয়ে নিচ্ছে। এছাড়াও হোটেল-মোটেলসহ জেলার বিভিন্ন স্থানে জনসমাগম ও বিনোদন অনুষ্ঠান পরিবেশনসহ সব ধরনের জনসমাগমের আয়োজনে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড