• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভুয়া চিকিৎসক থেকে ১৫ লক্ষাধিক টাকার ওষুধ জব্দ

  নওগাঁ প্রতিনিধি

১৮ মার্চ ২০২০, ১৬:৪৭
হয়
জব্দ ওষুধ ধ্বংস করা হয় (ছবি : দৈনিক অধিকার)

নওগাঁর ধামইরহাট থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাব। এ সময় তার বাড়ি থেকে ১৫ লক্ষাধিক টাকার ওষুধ জব্দ করা হয়।

বুধবার (১৮ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার মো. রায়হানকে (৩২) আটক করে।

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ অধিকারকে জানান, উপজেলার জাহানপুর ইউনিয়নের ভাতকুন্ডু গ্রামে মো. সাদেক আলী মন্ডলের ছেলে মো. রায়হান (৩২)। তিনি এসএসসি সনদপ্রাপ্ত হয়ে আট বছর যাবত চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন।

র‌্যাবের অভিযানে তার বাড়ি থেকে মাদক, নিষিদ্ধ ওষুধ, তাবিজ, গর্ভপাত ঘটানোসহ বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়।

অভিযুক্ত ভুয়া চিকিৎসক রায়হান অধিকারকে বলেন, আমি স্বপ্নে চিকিৎসা শিখেছি। জিন-ভূত তাড়ানোর চিকিৎসা করি।

পরে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় মোবাইল কোর্টে ভুয়া ডাক্তার রায়হানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং জব্দ ওষুধ ধ্বংসের নির্দেশ দেন।

ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আবু ইসা মো. আরাফাত ইমাম অধিকারকে বলেন, এসব ওষুধ খেলে লিভার সিরোসিস, ক্যান্সারসহ মানুষ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে পারে। বিশেষ করে পুরুষদের পুরুষত্বহীন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন : নির্দেশ অমান্য করে সিরাজগঞ্জে স্কুল খোলা

উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় অধিকারকে বলেন, ধামইরহাটে কোনো বাসা-বাড়িতে এতগুলো নিষিদ্ধ ওষুধ দেখে আমি বিস্মিত হয়েছি, শুধুমাত্র এসএসসি পাস করে বিভিন্ন রোগের চিকিৎসার নামে সাধারণ মানুষকে ঠকিয়ে আসছিল, চিকিৎসার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিল এই ভুয়া চিকিৎসক।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড