• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

লক্ষ্মীপুরে ‘শিশুদের বঙ্গবন্ধু’ তথ্যচিত্র প্রদর্শন

  লক্ষ্মীপুর প্রতিনিধি

১৭ মার্চ ২০২০, ২৩:০৮
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন (ছবি : দৈনিক অধিকার)

লক্ষ্মীপুর জেলা জজশিপ ও আইনজীবী সমিতির যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে জেলা জজ আদালতের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মুহম্মদ ফাহদ বিন আমিন চৌধুরী ‘শিশুদের বঙ্গবন্ধু’ শীর্ষক ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করেন। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী পাঠ করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরী।

জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলা কুতুবীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুমিনুল হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শাহাদাত হোসেন, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি জসীম উদ্দীন প্রমুখ। বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে হয়তো বাংলাদেশ সৃষ্টি হতো না। তার সংগ্রামী জীবন বাঙালি জাতির জন্য আদর্শ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তোলার পরামর্শ দেন তারা।

আরও পড়ুন : বিয়ের অনুষ্ঠান বন্ধ, কোয়ারেন্টাইনে বর-কনে

সভা শেষে দোয়া মাহফিলের মাধ্যমে পরকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বোচ্চ মর্যাদা কামনা করা হয়।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড