• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা বিষয়ে সচেতন থাকতে হবে : মাশরাফি

  নড়াইল প্রতিনিধি

১৭ মার্চ ২০২০, ২০:০৪
বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী কর্মসূচিতে সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা (ছবি : দৈনিক অধিকার)

জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেছেন, করোনা ভাইরাস সম্পর্কে সকলকে সচেতন থাকতে হবে। সচেতন থাকলে নিজে সুস্থ থাকবেন, পরিবারও নিরাপদ থাকবে। করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে সরকারি নির্দেশনা মেনে চলবেন।

এ সময় তিনি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে কাজের মাধ্যমে এগিয়ে যাবার আহ্বান জানান।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নতুন একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

লোহাগড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের নানা কর্মসূচিতে অংশ নেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আকবর আহম্মদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, পৌর মেয়র মো. আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি ও কলেজ শিক্ষক তারেক আলম প্রমুখ।

আরও পড়ুন :মুজিববর্ষে গোপালগঞ্জে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি

উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাত কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নতুন ছয় তলাবিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ করছে।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড