• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্যাম্প থেকে পাচারকালে ৭ রোহিঙ্গা আটক

  উখিয়া প্রতিনিধি, কক্সবাজার

১৭ মার্চ ২০২০, ১৬:৩৫
আটক
ক্যাম্প থেকে পাচারকালে ওই সাতজন রোহিঙ্গাকে আটক করা হয় (ছবি : প্রতীকী)

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পাচারকালে ৭ রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে আটকের পর তাদের উখিয়া থানায় সোপর্দ করা হয়।

স্থানীয় ইউপি সদস্য সরোয়ার বাদশা জানান, ক্যাম্প থেকে পাচারের সময় হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ী বাজারের পার্শ্ববর্তী বরইতলী সংযোগ সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে রোহিঙ্গাদের পাচারকারী সিএনজিচালক ও পাতাবাড়ী এলাকার মো. কালুর ছেলে মো. সেলিম ওই সময় কৌশলে গাড়ি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটক রোহিঙ্গারা হলো- মো. আমির হোসেনের ছেলে নবি হোসেন (২৫), আবুল কালামের ছেলে নুরুল আলম (২৩), ছৈয়দ উল্লাহর ছেলে শওকত উল্লাহ (২৫), নুরুল বশরের ছেলে রিদুয়ান (২২), আবু ছৈয়দের ছেলে মো. ছাদেক (২৭), মো. ছিদ্দিরকের ছেলে ছৈয়দ আলম (৪০), সুলতান আহমদের ছেলে মো. সেলিম (২৪) ও তার ভাই মো. শাকের (২৬)। তারা সকলে উখিয়ার কুতুপালং ও বালুখালী ক্যাম্পের আশ্রিত রোহিঙ্গা।

আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ডিউটি অফিসার আব্দুল খালেক দৈনিক অধিকারকে জানান, আটক রোহিঙ্গাদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। বিষয়টিতে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড