• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

১৭ মার্চ ২০২০, ১৬:২৮
আহত
সংঘর্ষে আহতদের কয়েকজন (ছবি : দৈনিক অধিকার)

সিএনজিচালিত অটোরিকশার ৫০ টাকা ভাড়া নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

গুরুতর অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জেলার বিজয়নগর উপজেলার চরইসলামপুর বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় চরইসলামপুর বাজারের মুদি দোকানি নবীর মিয়া সিএনজিচালিত একটি অটোরিকশায় করে পাশের রামপুর বাজার থেকে তেল নিয়ে আসেন। ওই সময় তেলের কারণে অটোরিকশার দুই আসনে যাত্রী তুলতে না পারায় চালক শরীফ মিয়া প্রতি আসনের জন্য ২৫ টাকা করে মোট ৫০ টাকা ভাড়া দাবি করেন। এ নিয়ে তাদের দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এ দিকে, বাবার সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হওয়ায় নবীর মিয়ার ছেলে ইকবাল মিয়া অটোরিকশাচালক শরীফের সঙ্গে অশোভন আচরণ করেন। পরে তা দুই গ্রুপের সংঘর্ষে রূপ নেয়। ওই ঘটনায় স্থানীয় কয়েকটি ঘরবাড়িসহ দোকানে ভাঙচুর চালানো হয়।

এ নিয়ে মঙ্গলবার সকালে তারা আবারও সংঘর্ষে লিপ্ত হলে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ঘটনার সত্যতা স্বীকার করে বিজয়নগর থানার এসআই মাহমুদুর রহমান দৈনিক অধিকারকে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড