• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাজীপুরে কোয়ারেন্টাইনে থাকা আরও ৪ জনকে ঢাকায় স্থানান্তর

  গাজীপুর প্রতিনিধি

১৭ মার্চ ২০২০, ১৪:০৬
কুয়েত মৈত্রী হাসপাতাল
কুয়েত মৈত্রী হাসপাতাল (ছবি : ফাইল ফটো)

গাজীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা ৪৮ জন প্রবাসীর মধ্য থেকে আরও চারজনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১৬ মার্চ) রাতে তাদের কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।

এর আগে রবিবার (১৫ মার্চ) চারজনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। এ নিয়ে গাজীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা মোট আটজনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হলো।

জানা যায়, প্রবাসীদের গাজীপুরে আনার পর থেকে তাদের শরীরের তাপমাত্রা অস্বাভাবিক ছিল। পরে রবিবার রাতে অন্যান্য প্রবাসীরা এটা নিয়ে কোয়ারেন্টাইনে হট্টগোল শুরু করলে ওই চারজনকে অ্যাম্বুলেন্সে করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। এছাড়া ওই চার ব্যক্তির সংস্পর্শে থাকা আরও চারজনকে পৃথকভাবে রাখার পর সোমবার রাতে তাদের রাজধানীর উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। বাকি ৪০ জনকে প্রাথমিকভাবে এখানেই রাখা হচ্ছে।

আরও পড়ুন : নওগাঁয় করোনা শঙ্কায় হোম কোয়ারেন্টাইনে ৮৮ জন

গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান জানান, গত দুইদিনে চারজন করে মোট আটজনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি যে ৪০ জন আছে তাদের পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে কেউ আক্রান্ত আছে কি না। যদি থাকে তাহলে তাদের জন্য ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড