• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাভারে হোম কোয়ারেন্টাইনে ৮ জন

  সাভার প্রতিনিধি, ঢাকা

১৬ মার্চ ২০২০, ২০:০৫
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস (ছবি : দৈনিক অধিকার)

ঢাকার অদূরে সাভারে বিদেশফেরত আটজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্রে এই তথ্য জানা গেছে। তবে তাদের শরীরে জ্বর কিংবা ঠান্ডাজনিত করোনা ভাইরাসের কোনো উপসর্গ পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার (১৬ মার্চ) বিকালে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মুল হুদা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সাভারে এখনো কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি। তবে গত ১৪ মার্চ ইতালির চারজন, সৌদি আরবের দুইজন ও দুবাই থেকে দুইজনসহ মোট আটজন দেশে ফিরেছেন। এদের কারো শরীরে করোনার কোনো উপসর্গ পাওয়া যায়নি।

আরও পড়ুন : শরীয়তপুরে ২১০ জনকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ

তবে তাদের নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা যাতে ঘরের বাইরে বের হতে না পারেন সে ব্যাপারে জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য অফিস ও প্রশাসন তাদের ওপর নজর রাখছে বলেও জানান তিনি।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড