• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নীলফামারীতে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

  নীলফামারী প্রতিনিধি

১৬ মার্চ ২০২০, ১৮:১৯
আদালত
নীলফামারী জেলা ও দায়রা জজ আদালত (ছবি : দৈনিক অধিকার)

নিজ বাড়িতে ডেকে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে নীলফামারীতে আনিসুর রহমান নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. আহসান তারেক আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আনিসুর রহমান জেলার জলঢাকা উপজেলার পূর্ব শিমুলবাড়ি গ্রামের নমির উদ্দীনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ৩০ জুলাই ক্ষেত নিড়ানির কথা বলে ওই নারী শ্রমিককে নিজ বাড়িতে ডেকে আনেন আনিসুর রহমান। এরপর কৌশলে ঘরে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় একই দিন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে জলঢাকা থানায় একটি ধর্ষণ মামলা করেন।

পরে তদন্ত শেষে আনিসুর রহমানকে একমাত্র আসামি করে আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ।

আরও পড়ুন : দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, আহত অর্ধশত

দীর্ঘ শুনানির পর দোষী সাব্যস্ত হওয়ায় সোমবার বিচারক আনিসুর রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড