• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

৪ কেজি গাঁজাসহ ৩ পাচারকারী আটক

  কক্সবাজার প্রতিনিধি

১৬ মার্চ ২০২০, ১৪:৫২
কক্সবাজার টেকনাফ
গাঁজাসহ আটক (ছবি : দৈনিক অধিকার)

টেকনাফ থানার বরইতলী এলাকা থেকে অভিযান চালিয়ে ৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও একটি ব্যাটারি চালিত অটোরিকশাসহ ৩ মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা।

রবিবার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- নাইটংপাড়া এলাকার মৃত আলী জোহারের ছেলে আব্দুল হামিদ (২৫), বাস টার্মিনাল এলাকার মৃত লালুর ছেলে মো. শাকের (২৮) এবং লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো. শাকের (২৮)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারি টেকনাফ হতে দমদমিয়ার হয়ে বিপুল পরিমাণ গাঁজা কক্সবাজারে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ র‌্যাব ক্যাম্পের সামনে র‌্যাবের টহল বসানো হয়। পরে অটোরিকশাটি র‌্যাবের সংকেত অমান্য করলে গতিরোধ করে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় রাখা ৩ কেজি ৯০০ গ্রাম কেজি গাঁজা ও অটোরিকশা এবং তিনটি মোবাইল সেটসহ তাদের আটক করা হয়।

আরও পড়ুন : মঙ্গলবার টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩৯ হাজার টাকা বলে জানান র‌্যাব কর্মকর্তারা। আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড