• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

সড়ক খুঁড়ে পাইপ বসিয়ে চলছে ড্রেজার

  শরীয়তপুর প্রতিনিধি

১৬ মার্চ ২০২০, ১৩:৪৬
শরীয়তপুর
প্রধান সড়ক খুঁড়ে অবৈধভাবে চলছে ড্রেজার দিয়ে বালু বিক্রির ব্যবসা (ছবি : দৈনিক অধিকার)

শরীয়তপুর ডামুড্যা উপজেলার খেজুরতলা নামকস্থানে প্রধান সড়ক খুঁড়ে ও রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবৈধভাবে চলছে ড্রেজার।

১৫ মার্চ বিকালে এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, খেজুরতলা তিন রাস্তার মোড়ে সড়কের পিচ খোদাই করে এপাশ-ওপাশ দিয়ে ড্রেজার পাইপ ঢুকিয়ে এলাকায় ড্রেজার দিয়ে বালু বিক্রির ব্যবসা চলছে।

স্থানীয়দের কাছে জানা যায়, এলাকার নছির মাদবর ও সুমন মাদবর ড্রেজার চালাচ্ছে। এ ব্যাপারে ড্রেজার ব্যবসায়ী নছির মাদবর বলেন, ড্রেজার শুধু আমাদের। আমরা লেভার হিসেবে থাকি। ডলফিন সত্তার, কচি ঢালী, জামাল ঢালী এরা এসিল্যান্ড, ইউএনও, পুলিশ ম্যানেজ করে। তাদের পারমিশন নিয়ে ড্রেজার চলছে।

এ বিষয়ে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্তজা আল-মুঈদ দৈনিক অধিকারকে বলেন, আমরা কখনোই এই কাজের অনুমতি দেয়নি। আমি এখনই ঘটনাস্থলে যাব। পরে রাতে গিয়ে এসিল্যান্ড ও ইউএনও এসে ড্রেজার পাইপ ভেঙে দেয়।

ওডি/আরবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড