• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফরিদপুরে যুবদলের সভায় পুলিশের হামলায় সাংবাদিকসহ আহত ৮

  ফরিদপুর প্রতিনিধি

১৬ মার্চ ২০২০, ০৮:৪৫
ফরিদপুর
আহত সাংবাদিকের বাসায় বিএনপি নেতাকর্মীরা (ছবি : দৈনিক অধিকার)

ফরিদপুরে মহানগর যুবদলের কর্মী সম্মেলনে পুলিশের হামলায় সাংবাদিকসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে কেন্দ্রীয় নেতাসহ ১৮ জনকে আটক করেছে।

শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে শহরের টেপাখোলা মহল্লার বেলতলা এলাকায়।

পুলিশের বেপরোয়া লাঠিপেটায় আহত হয়েছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সহসাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ, দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি নূরুল ইসলাম আনজু, জেলা যুবদল নেতা গাজী মাহাবুব, আব্দুল আল ফারুক, রাজিব আহমেদ রাজুসহ অন্তত ৮ জন।

আহতদের মধ্যে সাংবাদিক নুরুল ইসলাম আনজুর অবস্থা গুরুতর। তার বাম হাতের দুটি হাড়ই ভেঙে গেছে।

ওই সময় পুলিশ ঘটনাস্থল থেকে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. আবু সেলিম চৌধুরী, কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মাহবুবুল হাসান পিংকু, ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিবুল ইসলাম ইরান, সহসভাপতি গোলাম মোস্তফা, অর্থ সম্পাদক লিয়াকত আলী শেখসহ মোট ১৮ জনকে আটক করে থানায় নিয়ে যায়। দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বেনজীর আহমেদ তাবরীজকে রেখে অন্যদের ছেড়ে দেয় পুলিশ।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় বেলতলা এলাকায় মহানগর যুবদলের উদ্যোগে ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। সভাপতিত্ব করেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ।

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহবুবুল হাসান পিংকু বলেন, মহানগর যুবদলের দুই ওয়ার্ডের সম্মেলনের শেষ পর্যায়ে বিনা উসকানিতে পুলিশ বেধড়ক লাঠিচার্জ শুরু করে। এতে অনেকেই আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ১৮ জন নেতাকর্মীকে আটক করে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, পুলিশ সভাস্থলে হাজির হলে তারা পুলিশের ওপর ইট ছুড়তে থাকে। ফলে পুলিশ বাধ্য হয়ে লাঠিপেটা করে। সেখান থেকে আটককৃতদের ছেড়ে দেওয়া হলেও বেনজীর আহমেদ তাবরীজের নামে গাড়ি পোড়ানোর মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে আদালতে চালান করা হয়।

আরও পড়ুন : নরসিংদীতে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

এ দিকে রবিবার (১৫ মার্চ) দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নায়াব ইউসুফ চৌধুরী ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহবুবুল হাসান পিংকুসহ নেতাকর্মীরা আহত সাংবাদিক নুরুল ইসলাম আনজুর গোয়ালচামটস্থ বাসায় যান তাকে দেখতে।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড