• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্লাস্টিক সামগ্রীর দাপটে বিলুপ্তির পথে বাঁশ শিল্প

বাজার ব্যবস্থা ও সরকারি সহায়তার দাবি

  কাজী কামাল হোসেন, নওগাঁ

১৬ মার্চ ২০২০, ০৪:৩১
বাঁশ
বাঁশের বিভিন্ন পণ্য তৈরি করছেন কারিগররা (ছবি : দৈনিক অধিকার)

‘একন বাঁশের দাম বেশি। আগের মতোন বাঁশ পাওয়া যায় না। বাঁশ যকন পাওয়া যায়, তকন কাম হয়। আর পাওয়া না গেলে কামও হয় না। হামরা গরিব মানুষ। কাম না থাকলে হামরা ভাত পামো কোনতে?’

কথাগুলো বলছিলেন নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগৌড়ী ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের ঋষি সম্প্রদায়ের বিধবা পানো (৫০)। যিনি পেশায় একজন বাঁশ শিল্পের কারিগর।

নওগাঁ সদর থেকে পশ্চিমে মাত্র আট কিলোমিটার দূরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাট চকগৌড়ী এলাকার এই গ্রামে পানোর মতো এমন ঋষি সম্প্রদায়ের প্রায় ৫০টি পরিবারের বসবাস। যাদের পরিবারগুলো টিকে আছে কেবল বাঁশের তৈরি কুটির শিল্পের ওপর নির্ভর করে।

এই সম্প্রদায়ের পুরুষদের প্রধান কাজ বাঁশ কিনে এনে সেগুলোকে মাপমতো কেটে বুননের উপযোগী করে দেওয়া। এরপর তৈরিকৃত ঝাঁকা-ডালি বাজারে বিক্রয় করা। আর বাঁশের তৈরি এসব সামগ্রী নিজ হাতে তৈরি করেন বাড়ির নারীরা।

বেলঘরিয়া গ্রামের হিন্দু ধর্মে বিশ্বাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আওতাভুক্ত ঋষি সম্প্রদায়ের এই মানুষগুলো বাঁশ দিয়ে খলই, ডুলি, চালা, কুলা, ডালি, ঝাঁকা, চালুন, টোপা, টুকরি, হাতপাখাসহ নানা ধরনের পণ্য তৈরি করে। বংশ পরম্পরায় কুটির শিল্পের এই পেশা ধরে রেখেছে পরিবারগুলা। এর মাধ্যমে পাওয়া অর্থ দিয়েই চলে পরিবারগুলোর জীবনযাত্রা।

বর্তমানে পরিবারগুলোর সদস্য সংখ্যা প্রায় আড়াই শতাধিক। এছাড়া ৭ থেকে ১০ বছরের বেশি বয়সের প্রায় সকল মেয়েরা বাঁশ দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরির কাজে জড়িত।

এই গ্রামের প্রতীমা জানান, বাঁশের তৈরি বিভিন্ন পণ্য তৈরি করতে যা কিছু লাগে সবই বাঁশ থেকে নেওয়া হয়। পরে স্থানীয় চকগৌরী, হাপানিয়া, নওহাটা, স্বরস্বত্তীপুরের পাইকারি ব্যবসায়ীদের কাছে তা বিক্রি করা হয়। অনেকসময় পাইকাররা নিজে গ্রামে এসেও এগুলো কিনে নিয়ে যান।

তবে গ্রামের অপর বাসিন্দা আদরী বলেন, পাইকাররা যে দামে তাদের কাছ থেকে জিনিসপত্র কিনে নেন, তার চেয়ে অনেক বেশি দামে সেগুলো খুচরা বাজারে বিক্রি করা যায়। কিন্তু ইচ্ছে থাকলেও অর্থের প্রয়োজন আর ভালো বাজারের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে সেগুলো পাইকারি ক্রেতার কাছে বিক্রি করতে হয়।

কুটিরশিল্পী শুশিল ঋষি, নিপেন ঋষি, মন্টু ঋষি ও রতন ঋষি দৈনিক অধিকারকে জানান, প্লাস্টিক সামগ্রীর দাপটে বর্তমানে নিভু নিভু এই বাঁশ শিল্প। প্লাস্টিকের কারণে এই শিল্পে ধস নামলেও উত্তরাধিকার সূত্রে পাওয়া শত শত বছর আগের এই পেশাটি তারা ছাড়তে পারছেন না। যুগের পর যুগ তারা এই শিল্পের ওপর জীবিকা নির্বাহ করে আসছেন। কাজেই এই শিল্পকে ধরে রাখতে ভালো বাজার ব্যবস্থার পাশাপাশি ক্ষুদ্র ও কুটির শিল্পী হিসেবে তাদের সরকারি সহায়তার দাবি জানান।

আরও পড়ুন : ঝিনাইদহে মুকুলে ভরে গেছে আম বাগান

এ ব্যাপারে নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ দৈনিক অধিকারকে জানান, গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে তাদের সরকারিভাবে কোনোপ্রকার সহায়তা করার সুযোগ থাকলে তা অবশ্যই করা হবে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড