• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫ জনের পরিচয় মিলেছে

  বাগেরহাট প্রতিনিধি

১৬ মার্চ ২০২০, ০৩:২৫
বাগেরহাট
বাগেরহাটে যাত্রীবাহী বাস ও রডবোঝই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর (ছবি : দৈনিক অধিকার)

বাগেরহাটে যাত্রীবাহী বাস ও রডবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত আটজনের মধ্যে এ পর্যন্ত পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে।

নিহতরা হলেন, বরগুনার তালতলী উপজেলার বথিরপাড়া গ্রামের সগীর খাঁর স্ত্রী হামিদা বেগম (৩০), খুলনা জেলার সাচিবুনিয়া গ্রামের ছিরু মিঞার স্ত্রী রুমি আক্তার (৩৫), মাদারীপুর জেলার পূর্বতলা গাজিরা গ্রামের জগদীশ হালদারের ছেলে অপূর্ব হালদার (৩৬), একই জেলার রাজৈর উপজেলার লিয়াকত আলীর পাঁচ মাসের শিশু লাফিজা খাতুন, কুষ্টিয়ার খাদা মজুপুর এলাকার মোশারেফ হোসেনের ছেলে আব্বাস উদ্দীন (৪৫)। তিনি ইসলামী ব্যাংকের ঢাকা শাখার ইঞ্জিনিয়ার।

গত শনিবার (১৪ মার্চ) বিকাল সাড়ে ৪টায় জেলার ফকিরহাট উপজেলাধীন খুলনা-মাওয়া মহাসড়কের ফলতিতা কাকডাঙ্গা নামক স্থানে বাস দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই যাত্রীবাহী রাজিব পরিবহনের পাঁচ যাত্রী নিহত হয়। গুরুতর আহত অন্তত ১৫ জনকে খুলনা, ফকিরহাট ও গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় অপর তিন জন।

কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. রবিউল ইসলাম নিহতদের পরিচয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আটজনের মধ্যে ৫ জনের নাম-পরিচয় জানা গেছে। পুলিশ তাদের লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করেছে।

আরও পড়ুন : করোনায় ইরানে মৃত আরও ১১৩, ইতালিতে ৩৬৮

উল্লেখ্য, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে রডবোঝাই ট্রাক বাগেরহাটের দিকে যাচ্ছিল। এ সময় ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় খুলনা থেকে বরিশালগামী রাজিব পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আট যাত্রীর মৃত্যু হয়।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড