• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাদারীপুরে হোম কোয়ারেন্টাইনে ১৭৬ প্রবাসী, জনমনে আতঙ্ক

  মাদারীপুর প্রতিনিধি

১৫ মার্চ ২০২০, ২১:৩৪
হাসপাতাল
পরিস্থিতি অস্বাভাবিক হলে মাদারীপুর হাসপাতালেও করোনার বেড প্রস্তুত করা হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ (ফাইল ছবি)

বিভিন্ন দেশ থেকে মাদারীপুরে আসা প্রবাসীদের মধ্যে এখন পর্যন্ত ১৭৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। একই সঙ্গে প্রাণঘাতী এই ভাইরাস মোকাবিলায় জেলা সদর হাসপাতালসহ তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি বেড প্রস্তুত রাখা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এ দিকে, করোনা ভাইরাসের বিষয়টি মাদারীপুরের সর্বত্র ছড়িয়ে পড়ায় জনসাধারণের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

জেলা স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, দুপুর পর্যন্ত ১৭৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখার পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সদর হাসপাতালের পুরাতন ভবনের দুটি কেবিনের ৪টি বেড প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া কালকিনি, রাজৈর ও শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২টি করে বেড প্রস্তুত রাখা হয়েছে।

অন্যদিকে মাদারীপুর সদর হাসপাতালের নতুন ২৫০ শয্যা ভবনটি জেনারেল হাসপাতাল হিসেবে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। তবে পরিস্থিতি যদি অস্বাভাবিক হয় তাহলে ২৫০ শয্যা ভবনটিতে করোনা আক্রান্ত রোগীদের জন্য আরও ১০০ বেড প্রস্তুত করা হবে বলেও জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এ ব্যাপারে মাদারীপুরের সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম দৈনিক অধিকারকে বলেন, বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীদের মধ্যে দুপুর পর্যন্ত ১৭৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আমাদের মেডিকেল টিম সার্বক্ষণিক তাদের পর্যবেক্ষণে রেখেছে। বিদেশ থেকে যারা মাদারীপুরে আসছে তাদের আমরা করোনা সম্পর্কে বিভিন্ন উপদেশ দিয়ে যাচ্ছি। তবে এখন পর্যন্ত হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগী আসেননি। এছাড়া ইতালিফেরত যেই রোগী করোনায় আক্রান্ত হয়েছিল তিনি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ঢাকা থেকে বাড়িতে ফিরেছেন।

আরও পড়ুন : বরিশালে শিশুকে পিটিয়ে হত্যা, মা-ভাই আটক

ফলে স্থানীয় জনগণকে আতঙ্কিত না হয়ে করোনা ভাইরাস মোকাবিলায় সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড