• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশালে শিশুকে পিটিয়ে হত্যা, মা-ভাই আটক

  বরিশাল প্রতিনিধি

১৫ মার্চ ২০২০, ২০:২৯
নিহত
নিহত শিশু আল-আমিনের লাশ (ছবি : দৈনিক অধিকার)

বরিশালে আল-আমিন নামে এক বছর বয়সী এক শিশুকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত ওই শিশুর মা বিলকিস বেগম (৪০) ও বড় ভাই বেল্লাল হোসেনকে (১২) আটক করেছে পুলিশ।

রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রাম থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

নিহত আল-আমিন ওই গ্রামের ভ্যানচালক নজরুল ইসলামের ছেলে।

লাশ উদ্ধারের সময় তার শরীরে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে আল আমিনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় লোহালিয়া গ্রামের ভ্যানচালক নজরুল ইসলামের ছেলে মো. আল-আমিনকে ঘরে রেখে তার মা বিলকিস বেগম পাশের নদীতে গোসলে যায়। এর কিছুক্ষণ পর বিলকিস বেগম ঘরে ফিরে আসলে মেঝেতে আল-আমিনের লাশ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। একপর্যায়ে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করে।

আরও পড়ুন : ফেসবুকে কুরআন ও মহানবীকে নিয়ে বিরূপ মন্তব্য, ছাত্রসহ আটক ৬

এ ব্যাপারে বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান দৈনিক অধিকারকে জানান, নিহত শিশু আল-আমিনের পিঠে ও মাথায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন দেখা গেছে। তাকে শক্ত কোনো লাঠি দিয়ে আঘাত করে হত্যা করা হতে পারে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহত শিশুর মা বিলকিস বেগম ও বড় ভাই বেল্লাল হোসেনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড