• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা সন্দেহে বাগেরহাটে আইসোলেশনে একজন

  বাগেরহাট প্রতিনিধি

১৫ মার্চ ২০২০, ১৯:০৪
স্বাস্থ্য কমপ্লেক্স
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (ছবি : দৈনিক অধিকার)

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বাগেরহাটে আব্দুল আউয়াল হাওলাদার (৬৪) নামে একজনকে আইসোলেশনে রাখা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) সকালে তাকে জেলার শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হয়।

আব্দুল আউয়াল উপজেলার ধানসাগর ইউনিয়নের নলবুনিয়া গাজীর ব্রিজ এলাকার বাসিন্দা। তিনি ১১ দিন আগে ভারত থেকে গোপনে নিজ বাড়িতে ফিরে আসেন বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন জানান, ‘সকালে ওই রোগী জর, সর্দি-কাশি ও গলাব্যথাসহ করোনায় আক্রান্তের উপসর্গ নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে আসেন। পরে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে তাৎক্ষণিক তাকে হাসপাতালের আইসোলেশন সেন্টারে রাখা হয়। ওই সময় আমরা হটলাইনে মহাখালীর রোগতত্ত্ব নিয়ন্ত্রণ কেন্দ্রে (আইইডিসিআর) যোগাযোগ করলে তারাও আব্দুল আউয়ালকে আইসোলেশন সেন্টারে রাখার পরামর্শ দেন।’

তিনি বলেন, আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী ওই রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পরবর্তী নির্দেশনা অনুযায়ী তাকে ঢাকায় পাঠানো হতে পারে বলেও জানিয়েছেন এই স্বাস্থ্য কর্মকর্তা।

আরও পড়ুন : বরিশালে সার্জেন্টকে মারধর, যুবলীগ কর্মীসহ গ্রেপ্তার ২

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন দৈনিক অধিকারকে বলেন, ‘ভারত থেকে আসা আব্দুল আউয়ালের অসুস্থতার উপসর্গ দেখে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে প্রচারণা চালানো হচ্ছে।’

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড