• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশালে সার্জেন্টকে মারধর, যুবলীগ কর্মীসহ গ্রেপ্তার ২

  বরিশাল প্রতিনিধি

১৫ মার্চ ২০২০, ১৮:০৩
গ্রেপ্তার
সার্জেন্টকে মারধরের ঘটনায় যুবলীগ কর্মী মজিবর রহমান ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ (ফাইল ছবি)

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এক সার্জেন্টকে মারধরের ঘটনায় যুবলীগ কর্মীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) রাতে ট্রাফিক সার্জেন্ট শহিদুল ইসলামকে মারধরের পর ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- নগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী মজিবর রহমান সিকদার ও তার সহযোগী মো. নিজাম।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম দৈনিক অধিকারকে বলেন, ‘চাঁদা দাবি ও পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত শহিদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলায় মজিবর সিকদার ও তার সহযোগী নিজামের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আটকদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’

এ দিকে, মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, সম্প্রতি নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকার নয়াবাড়িতে কিছু জমি ক্রয় করেন ট্রাফিক সার্জেন্ট শহিদুল ইসলাম। শনিবার রাতে সেখানে গিয়ে চাঁদা দাবি করেন স্থানীয় যুবলীগ কর্মী মজিবর সিকদার ও তার সহযোগী নিজাম সিকদার। পরে চাঁদা দিতে অস্বীকার করলে তারা শহিদুল ইসলাম নামে ওই ট্রাফিক সার্জেন্টকে মারধর করেন।

আরও পড়ুন : ময়মনসিংহে কলাবাগানের পাশে মিলল রিকশাচালকের লাশ

ওই ঘটনার জেরে মামলার পর রাতেই অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড