• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরাজগঞ্জে এক রাতে ৬টি বাল্যবিয়ে বন্ধ

  সিরাজগঞ্জ প্রতিনিধি

১৫ মার্চ ২০২০, ০৪:১২
বাল্যবিয়ে বন্ধ
ভ্রাম্যমাণ আদালত (ছবি : সংগৃহীত)

সিরাজগঞ্জে অভিযান চালিয়ে এক রাতে ছয়টি বাল্যবিয়ে বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

এ সময় মেয়েকে ১৮ বছরের নিচে বিয়ে দেবে না মর্মে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়ার পাশাপাশি অভিভাবক ও কাজীদের অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন : সাংবাদিক আরিফুলের মুক্তি চেয়ে ফখরুলের বিবৃতি

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সদর উপজেলার বহুলী ইউনিয়নের ধীতপুর কানু, কাদাই, বাগবাটী দক্ষিণপাড়া, শিয়ালকোল ইউপির শিবনাথপুর, খামারপাইকশা, কানগাতী ও মালগাতী ছয়টি গ্রামে ছয়টি বিয়ে বাড়িতে অভিযান চালানো হয়। প্রত্যেক মেয়ের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় সবগুলো বিয়ে বন্ধ করা হয়েছে। একই সঙ্গে বর-কনে ও অভিভাবকদের ৫ থেকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ওডি/জেআই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড