• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাঙ্গামাটিতে অস্ত্রের মুখে শিক্ষকসহ ৩ জনকে অপহরণ

  রাঙ্গামাটি প্রতিনিধি

১৪ মার্চ ২০২০, ২২:৩০
অপহরণ
অস্ত্রের মুখে ওই তিনজনকে অপহরণ করা হয় (ছবি : প্রতীকী)

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অস্ত্রের মুখে শিক্ষকসহ তিনজনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৪ মার্চ) দুপুরে বাঘাইছড়ি থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করে।

এর আগে একই দিন ভোরে নিজ নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন- উপজেলার উগোলছড়ি গ্রামের থালমনি চাকমার ছেলে ও অবসরপ্রাপ্ত শিক্ষক পূর্ণ বিকাশ চাকমা (৬৫), জীবতলী গ্রামের চন্দ্র লাল চাকমার ছেলে সমিরণ চাকমা (৩৮) ও মধ্যম বাঘাইছড়ি গ্রামের বিপুলেশ্বর চাকমার ছেলে মেরিন চাকমা (৩৭)।

জানা গেছে, একদল সশস্ত্র সদস্য ভোরে অতর্কিত হানা দিয়ে নিজ নিজ বাড়ি থেকে ওই তিনজনকে অস্ত্রের মুখে অপহরণ করে। তবে এ ঘটনার জন্য জেএসএস (মূল) দলকে দায়ী করছে পুলিশ ও অপহৃতদের পারিবার।

এ দিকে, স্থানীয় একটি সূত্র জানিয়েছে, অপহৃতরা জেএসএস (এমএন লারমা) গ্রুপের সদস্যের আত্মীয়।

আরও পড়ুন : বরিশালে প্রেমিকার মৃত্যুর খবরে না ফেরার দেশে প্রেমিক

ঘটনার সত্যতা স্বীকার করে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মঞ্জুর দৈনিক অধিকারকে বলেন, ‘মৌখিকভাবে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এখনো থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড