• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

গোপালগঞ্জে চোর সন্দেহে যুবককে গণপিটুনি

  গোপালগঞ্জ প্রতিনিধি

১৪ মার্চ ২০২০, ১৭:০৫
গণপিটুনি
চোর সন্দেহে গণপিটুনিতে আহত যুবক সাগর (ছবি : দৈনিক অধিকার)

চোর সন্দেহে গোপালগঞ্জে সাগর নামে এক যুবককে গণপিটুনি দিয়ে গুরুতর জখম করেছে স্থানীয়রা।

পরে আহতাবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে জেলার টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত সাগর পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পিংগুরিয়া গ্রামের সরোয়ার হোসেনের ছেলে।

টুঙ্গিপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিস আলী দৈনিক অধিকারকে বলেন, ‘রাতে গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান সুশেন সেন আমাদের মুঠোফোনে জানান, তার এলাকায় চোর ধরা পড়েছে। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। তদন্ত করে বিষয়টিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

এ দিকে, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এয়ার আলী মুন্সী জানান, আহত সাগরের শরীরে ও মাথায় গুরুতর আঘাত রয়েছে। অবস্থার অবনতি হওয়ায় শনিবার (১৪ মার্চ) দুপুরে তাকে গোপালগঞ্জ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, এটি কোনোভাবেই চুরির ঘটনা নয়। এটি প্রেমঘটিত একটি বিষয়। মেয়ের অভিভাবকরা নিজেদের সম্মান বাঁচাতে চোরের নাটক সাজিয়েছে।

আরও পড়ুন : গোপালগঞ্জে পল্লী বিদ্যুতের অফিস সরিয়ে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

ঘটনার সত্যতা স্বীকার করে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম দৈনিক অধিকারকে বলেন, ‘চোর সন্দেহে এভাবে কাউকে গুরুতর আহত করা যাবে না। আমি তদন্ত করে বিষয়টিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড