• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

১৫ বছর পর কিশোরী হেনা ফিরলেন যুবক হয়ে!

  মাদারীপুর প্রতিনিধি

১৩ মার্চ ২০২০, ২২:২৫
সেলিম রেজা
কিশোরী থেকে যুবকে রূপান্তরিত সেলিম রেজা (ছবি : দৈনিক অধিকার)

দীর্ঘ ১৫ বছর পর পুরুষে রূপান্তরিত হয়ে নিজের গ্রামের বাড়িতে ফিরেছেন এক কিশোরী। তাও আবার সঙ্গে এনেছেন স্ত্রী-সন্তানদের।

এ নিয়ে স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে নানা গুঞ্জন। প্রতিনিয়তই শতশত মানুষ ভিড় করছেন তার বাড়িতে।

ঘটনাটি মাদারীপুর জেলার শিবচর উপজেলার।

ওই কিশোরীর পরিবার ও স্থানীয়রা জানান, শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি গ্রামের সেকান্দার খানের মেয়ে সেরেলা আক্তার হেনা প্রায় ১৫ বছর আগে বাবা-মায়ের সঙ্গে গ্রাম ছেড়ে রাজধানী ঢাকায় বসবাস শুরু করে। ঢাকায় থাকাকালীন সে লেখাপড়া করে পল্লী চিকিৎসকের কোর্স সম্পন্ন করেন। এরপর প্রায় ৮ বছর আগে সেরেলা আক্তার হেনা তার নিজের শারীরিক পরিবর্তন লক্ষ করেন।

ওই সময় নিজের মধ্যে পুরুষালী পরিবর্তন দেখে সে চিকিৎসকের শরণাপন্ন হয়। পরে চিকিৎসক তাকে জানায় হরমোনজনিত কারণে তার এই সমস্যা হয়েছে। একপর্যায়ে ওষুধ খাওয়া শুরু করলেও ওই কিশোরী ধীরে ধীরে সম্পূর্ণ একজন পুরুষে রূপান্তরিত হয়ে যায়।

এমতাবস্থায় প্রায় ৫ বছর আগে সে নিজের নাম পরিবর্তন করে সেলিম রেজা নামে সমাজে পরিচিত হন। বর্তমানে তার বয়স ৩০ বছর। এমনকি এখন তার ছোট একটি ছেলেও রয়েছে।

গত এক সপ্তাহ আগে সেলিম তার স্ত্রী ও সন্তান নিয়ে গ্রামের বাড়ি শিবচরের চরকামারকান্দিতে আসেন। সেলিমের আসার সংবাদ পেয়ে তাকে একনজর দেখতে প্রতিনিয়ত বিভিন্ন গ্রাম থেকে উৎসুক মানুষ তার বাড়িতে ভিড় করছেন।

এ প্রসঙ্গে প্রতিবেশী আসমা বেগম বলেন, ‘সেলিম আগে মেয়ে ছিল। নাম ছিল হেনা। আমাকে নানি বলত। আমার কাছে অনেক থাকত। ঢাকা যাওয়ার পর সেখানেই ওর শারীরিক পরিবর্তন হয়েছে। বিয়ে করে স্ত্রী ও সন্তান নিয়ে কয়েকদিন হলো সে গ্রামে এসেছে।’

প্রতিবেশী আলম খান বলেন, ‘ওরা (সেলিম) ঢাকায় থাকা অবস্থায় আমার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করত। সে মেয়ে থেকে পুরুষে রূপান্তর হওয়ার খবর আমাকে জানিয়ে বলেছিল, চাচা আল্লাহ যেহেতু আমাকে মেয়ে থেকে পুরুষ বানিয়ে দিয়েছেন তাহলে আর ঢাকা থাকব না। গ্রামে এসে প্রয়োজনে দিনমজুরের কাজ করে বাবা-মায়ের ভরণ-পোষণের ব্যবস্থা করব।’

সেলিমের বাড়িতে আসা পাশের গ্রামের আতাউর রহমান বলেন, ‘একটি মেয়ে ছেলে হয়ে গেছে শুনে তাকে দেখতে এসেছি। তার কণ্ঠ শুধু মেয়ের মতো। চলাফেরা পুরুষের মতোই। আবার তার স্ত্রী ও সন্তানও দেখলাম। সত্যিই এটা অবাক করা ব্যাপার। আমার মতো অনেক মানুষ তাকে দেখতে আসছে।’

এ ব্যাপারে পুরুষে রূপান্তরিত সেলিম রেজা দৈনিক অধিকারকে বলেন, ‘আমি মেয়ে হয়েই জন্মগ্রহণ করেছিলাম। তবে যখন থেকে একটু বুঝতে শিখি তখন লক্ষ করতাম অন্য মেয়েদের মতো আমার মেয়েলি পরিবর্তন হচ্ছে না। প্রায় ৮ বছর আগে আমার মধ্যে ব্যাপক পরিবর্তন শুরু হলে চিকিৎসকের কাছে যাই। পরে তারা বলেন, এটা হরমোনজনিত সমস্যা। হরমোনজনিত হোক বা যে কোনো রোগের জন্যই হোক সৃষ্টিকর্তা আমাকে মেয়ে থেকে সম্পূর্ণ পুরুষে রূপান্তরিত করে দিয়েছেন।’

আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, ৭ পুলিশসহ আহত ২০

সেলিম আরও বলেন, আমি বিয়ে করেছি। আমার একটি ছেলেও রয়েছে। একজন পুরুষ যেভাবে চলাফেরা করে আমি সেভাবেই চলাফেরা করছি।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড