• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুড়িগ্রামে ৩৩ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ

  কুড়িগ্রাম প্রতিনিধি

১৩ মার্চ ২০২০, ২০:০৫
প্রাইভেট কার
জব্দকৃত প্রাইভেট কারটি থেকে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ (ছবি : দৈনিক অধিকার)

৩৩ কেজি গাঁজাসহ কুড়িগ্রামে একটি প্রাইভেট কার জব্দ করেছে ফুলবাড়ি থানা পুলিশ।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই প্রাইভেট কারের চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৪টার দিকে জেলার ফুলবাড়ী উপজেলা সদরের চন্দ্রখানা-জকারহাট এলাকা থেকে গাঁজাসহ ওই প্রাইভেট কারটি জব্দ করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার একটি বড় মাদকের চালান মাইক্রোযোগে কুড়িগ্রামে যাবে- এমন গোপন খবরে উপজেলার বিভিন্ন সড়কে পুলিশ ওঁৎ পেতে থাকে। পরে বিকালে সন্দেহভাজন একটি প্রাইভেট কার জকারহাট এলাকায় ঘোরাফেরা করার সময় পুলিশ সেটির গতিরোধ করে। এ সময় চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির গতি বাড়িয়ে দেয়। পরে টহলরত এসআই আনোয়ার হোসেন ওই গাড়ির গতিরোধ করলে চালক প্রাইভেট কার থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। এ সময় চেষ্টা করেও পুলিশ তাকে ধরতে পারেনি।

পরে ওই প্রাইভেট কারটিতে তল্লাশি করে ৬টি পলিথিনের পোটলায় মোড়ানো ৩৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, ৭ পুলিশসহ আহত ২০

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নবীউল ইসলাম দৈনিক অধিকারকে জানান, ‘৩৩ কেজি গাঁজাসহ ওই প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তবে প্রাইভেট কারে যে নম্বর প্লেটটি আছে তা সঠিক নয়।’

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড