• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, ৭ পুলিশসহ আহত ২০

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

১৩ মার্চ ২০২০, ১৬:৪৬
পুলিশ
দুই পক্ষের সংঘর্ষে আহত এক পুলিশ সদস্য (ছবি : দৈনিক অধিকার)

পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে শামসুল হক চৌধুরী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

একই ঘটনায় সাতজন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হলে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত শামসুল হক পরমানন্দপুর গ্রামের মৃত সওদাগর চৌধুরীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পরমানন্দপুর গ্রামের দেওয়ান গ্রুপ ও খাঁ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে দেওয়ান গ্রুপের লোকজন খাঁ গ্রুপের আইয়ুব খান ও তার ছেলেকে মারধর করে। পরে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এই উত্তেজনার মধ্যেই শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে খাঁ গ্রুপের শামসুল হক (৫০) নিহত হন। একইসঙ্গে সাতজন পুলিশ সদস্যসহ উভয় গ্রুপের অন্তত ২০ জন আহত হয়।

পরে খবর পেয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদৎ হোসেন টিটুসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন : ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ ঝরল গৃহবধূর

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদৎ হোসেন দৈনিক অধিকারকে বলেন, ‘ধাওয়া পাল্টা ধাওয়ার সময় শামসুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। হামলাকারীরা পালিয়ে গেছে। এ ঘটনায় পুলিশের ৭ সদস্য আহত হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড