• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

রুমা উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী 

  বান্দরবান প্রতিনিধি

১৩ মার্চ ২০২০, ১৫:৩৭
বান্দরবান
পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন (ছবি : দৈনিক অধিকার)

বান্দরবানের রুমা উপজেলার ঐতিহ্যবাহী উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের ৩৩ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করা হয়।

পুনর্মিলনী অনুষ্ঠানে আবাসিক বিদ্যালয়ের ১৫টি ব্যাচের প্রায় পাঁচ শতাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করার পাশাপাশি বর্তমান ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আমাদের ছাত্র-ছাত্রীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে। কারিগরি শিক্ষা থাকলে তাদের চাকরির পেছনে দৌড়াতে হবে না। আগামীতে সব বিদ্যালয়ে কারিগরি শিক্ষা চালু করা হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা।

আরও পড়ুন : চাঁদপুরে বিএনপি মেয়র প্রার্থীর মৃত্যু, নির্বাচন স্থগিত

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, সেনাবাহিনীর রুমা জোনের (টুআইসি) মেজর জোবায়েত শফিক, রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা ও উপজেলা নির্বাহী অফিসার শামসুল আলম প্রমুখ।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড