• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাটুরিয়ায় পারের অপেক্ষায় ৩ শতাধিক ট্রাক 

  সারাদেশ ডেস্ক

১৩ মার্চ ২০২০, ১১:১৩
পাটুরিয়া
পারের অপেক্ষায় ট্রাক (ছবি : সংগৃহীত)

পাটুরিয়া সংযোগ মোড় ও ঘাট এলাকায় দুটি ট্রাক টার্মিনালে নৌপথ পারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক পণ্যবোঝাই ট্রাক।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া সংযোগ মোড় ও দুটি ট্রাক টার্মিনালে পণ্য বোঝাই ট্রাকের দীর্ঘ সারির এমন চিত্র দেখা যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া সেক্টরের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, মধ্যরাত থেকেই পণ্যবোঝাই ট্রাকের চাপ পড়েছে পাটুরিয়া ঘাট এলাকায়। বর্তমানে পাটুরিয়ায় দুটি ট্রাক টার্মিনালে আড়াই শতাধিক পণ্যবোঝাই ট্রাক পারের অপেক্ষায় রয়েছে এবং পাটুরিয়া সংযোগ মোড়েও শতাধিক ট্রাক আটকে রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার এ দুইদিন পণ্যবোঝাই ট্রাকের চাপ অন্যদিনের চেয়ে একটু বেশি থাকে।

আরও পড়ুন : ফরিদপুরে বাল্যবিয়ের দায়ে কাজী ও বরের জরিমানা

বর্তমানে পচনশীল পণ্যবোঝাই ট্রাক, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, প্রাইভেট কার অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। এছাড়া পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে বলে জানান তিনি।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড