• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মোংলায় নারী-শিশুসহ ১২ রোহিঙ্গা আটক

  বাগেরহাট প্রতিনিধি

১২ মার্চ ২০২০, ১৬:০১
রোহিঙ্গা
আটককৃত রোহিঙ্গারা (ছবি : দৈনিক অধিকার)

বাগেরহাটের মোংলা উপজেলায় নারী ও শিশুসহ ১২ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে তিনজন ছাড়া বাকি সবাই বিভিন্ন বয়সের শিশু।

বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মোংলা বন্দরের শিল্প এলাকার দিগরাজ থেকে তাদের আটক করা হয়।

মোংলা থানার দায়িত্বরত ডিউটি অফিসার এসআই মো. মিজানুর রহমান জানান, বুধবার রাতে আটককৃত রোহিঙ্গারা দিগরাজ বাজার মসজিদ এলাকায় ভিক্ষা করছিল। এ সময় তাদের কথায় সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ওই এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃত রোহিঙ্গারা হলো- মো. জাবেদ (৩২), নুর বেগম (৩০), রেশমী (১২), ইয়াছিন (৮), কাল্লে (৬), ইয়াছমিন (২), ফাতেমা (৩৩), সৌমিন (১৩), ইয়াছমিন (১১), রশিদ (৮), শফিক (৪) ও রোকসানা (৩)। এর মধ্যে জাবেদ ও নুর বেগমের ৪ শিশু সন্তান এবং জাবেদের বোন ফাতেমার রয়েছে ৫ শিশু সন্তান।

মায়ানমারের বাসিন্দা দাবি করে জাবেদ বলেন, গত পরশুদিন তারা ভারতের কলকাতা হয়ে বাংলাদেশে এসেছেন। শুনেছেন রোহিঙ্গা ক্যাম্পে মোংলা থেকে নদী পথে যেতে সুবিধা, তাই তারা মোংলায় এসেছেন। তবে এখন তারা রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশেই যেতে চান।

আরও পড়ুন: বলাৎকারে রাজি না হওয়ায় মাদরাসা ছাত্রকে নির্যাতন

এ বিষয়ে এসআই মিজানুর রহমান বলেন, আটককৃত রোহিঙ্গাদের বাগেরহাট জেলা প্রশাসকের মাধ্যমেই পরিবার কিংবা রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড