• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিজিবি ও বিজিপির পতাকা বৈঠক

  কক্সবাজার প্রতিনিধি

১২ মার্চ ২০২০, ০৯:২২
কক্সবাজার
বৈঠক (ছবি : দৈনিক অধিকার)

ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর ঘুমধুম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাংলাদেশ-মিয়ানমার ফ্রেন্ডশিপ ব্রিজ সংলগ্ন সীমান্ত পিলার-৩১/১-এস-এর সন্নিকটে বাংলাদেশ পার্শ্বে বিজিবি ও বিজিপি ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ সময় ১১টা থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ, বিপিএম-সেবা, জি+ এর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল এবং প্রতিপক্ষ নম্বর (১) বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ, তমব্রু লেফট, মংডু, মিয়ানমারের অধিনায়ক কিউও উইন হ্লাইংয়ের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।

পতাকা বৈঠক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পরস্পরের মধ্যে শুভেচ্ছা উপহার বিনিময় করা হয়।

আরও পড়ুন : শরীয়তপুরে ‘ব্লুটুথ ব্রিজ’

বিজিবি ও বিজিপি কর্তৃপক্ষ তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পূর্বের ন্যায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। অতঃপর শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক সমাপ্ত হয়।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড