• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নাটোরে সড়কে ঝরল অবসরপ্রাপ্ত সেনা সদস্যের প্রাণ

  নাটোর প্রতিনিধি

১২ মার্চ ২০২০, ০৬:০০
সড়ক দুর্ঘটনা
সেনাবাহিনীর দুধ বহনকারী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে (ছবি : প্রতীকী)

সেনাবাহিনীর দুধ বহনকারী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নাটোরে আসলাম আলী (৫০) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন।

বুধবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে জেলার বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের একডালা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসলাম আলী পাঁকা ইউনিয়নের গালিমপুর গ্রামের নূর মোহাম্মাদ সরকারের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন দৈনিক অধিকারকে জানান, সকালে দয়ারামপুর সেনানিবাসের দুধ বহনকারী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে বিহারলকোল বাজারের মুদি দোকানি ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আসলাম আলী গুরুতর আহত হয়।

আরও পড়ুন : ৫ বছর পর হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেলেন মেয়ে

পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অবসরপ্রাপ্ত ওই সেনা সদস্যের মৃত্যু হয়।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড