• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সালথায় উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান গ্রেপ্তার

  ফরিদপুর প্রতিনিধি

১০ মার্চ ২০২০, ১৯:১০
গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান (ছবি : দৈনিক অধিকার)

ফরিদপুরের সালথার সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দুই দল গ্রামবাসীর সংঘর্ষের জের ধরে দায়ের করা একটি মামলায় মঙ্গলবার (১০ মার্চ) বিকালে শহরের গোয়ালচামট মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি টিম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ডিবি পুলিশের ওসি আহাদুল ইসলাম বলেন, সালথা থানায় দায়ের করা একটি মামলার আসামি হিসেবে ওয়াহিদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ওই মামলায় সন্ধ্যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চালান করা হয়। রিপোর্ট লেখার সময় তাকে থানা থেকে এনে জেলা প্রশাসকের কার্যালয়ে নিচ তলার একটি কক্ষে রাখা হয়েছিল।

জানা যায়, সোমবার (৯ মার্চ) রাতে সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামে ওয়াহিদুজ্জামান ও এনায়েত হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন পুলিশসহ ২৫ জন আহত হন।

এ ঘটনায় আহত পুলিশ সদস্য এসআই মোস্তফা বাদী হয়ে ওয়াহিদুজ্জামানকে প্রধান আসামি করে সালথা থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন : ঝিনাইদহে করোনা মোকাবিলায় জরুরি বৈঠক, কোয়ারেন্টাইন স্থান নির্ধারণ

উল্লেখ্য, ২০১৪ সালে সালথা উপজেলা চেয়ারম্যান পদে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হন ওয়াহিদুজ্জামান। পরে তিনি আওয়ামী লীগে যোগদান করেন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড