• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরাজগঞ্জে পলিথিন জব্দ, ২ লাখ টাকা জরিমানা 

  সিরাজগঞ্জ প্রতিনিধি

১০ মার্চ ২০২০, ১৩:১৮
সিরাজগঞ্জ
পলিথিন জব্দ (ছবি : দৈনিক অধিকার)

সিরাজগঞ্জ পৌর এলাকার চররায়পুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন কারখানায় ২ লাখ টাকা জরিমানা ও বিপুল পরিমাণ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ মার্চ) রাতে পৌর এলাকার চররায়পুর এলাকায় আয়াত প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানায় এ অভিযান চালানো হয়। সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে র‌্যার-১২-এর সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।

আদালতের পেশকার মিলন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আয়াত প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নামক পলিথিন কারখানার সন্ধান পান আদালত। যেখানে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল।

আবাসিক এলাকায় কোনো ধরনের অবৈধ কাগজপত্র ছাড়া ক্ষতিকর পলিথিন উৎপাদিত হচ্ছে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

এছাড়াও উক্ত কারখানায় কোনো বৈধ কাগজ পত্র দেখাতে ব্যর্থ হন। নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করার অপরাধে আয়াত প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ম্যানেজার বাবলুকে দুই লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয় ও পলিথিন জব্দ করা হয়।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড