• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুলাউড়ায় ‘বইপড়া উৎসবের’ পুরস্কার বিতরণ

  কুলাউড়া প্রতিনিধি, মৌলভীবাজার

০৯ মার্চ ২০২০, ২০:৫০
পুরস্কার বিতরণ
‘লেক্সিস বইপড়া উৎসব-২০১৯’ এর পুরস্কার বিতরণকালে অতিথিরা (ছবি : দৈনিক অধিকার)

আহমদ জে. সোহান ফাউন্ডেশনের সহযোগিতায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আদর্শ পাঠাগারে ‘লেক্সিস বইপড়া উৎসব-২০১৯’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলার বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক। এছাড়া অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন ‘বইপড়া উৎসবের’ সঞ্চালক ও ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মো. খালিক উদ্দিন।

এতে বিশেষ অতিথি ছিলেন- ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মাসুক, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আতাউর রহমান, চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বদরুল ইসলাম বদর, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী ও বিশিষ্ট সমাজ সংগঠক মো. মঈনুর রহমান সোয়েব, কুলাউড়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান প্রভাষক মো. মাহফুজুর রহমান, সাংবাদিক এইচ ডি রুবেল, দক্ষিণ গনকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাছলিমা বেগম, পরিবার কল্যাণ সহকারী তাছলিমা আক্তার মুন্নি প্রমুখ।

আরও পড়ুন : বরিশালে ধর্ম নিয়ে কটূক্তি, স্কুলশিক্ষককে গণধোলাই

উল্লেখ্য, গত বছরের শেষের দিকে বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র প্রয়াত জহির রায়হানের কালজয়ী উপন্যাস ‘হাজার বছর ধরে’ বইটি জেলা-উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের প্রায় দেড়শ শিক্ষার্থী একসঙ্গে পাঠ করে এক প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়। মেধার ভিত্তিতে নির্বাচন প্রক্রিয়ায় বিভিন্ন মাপকাঠিতে সোমবার সকল প্রতিযোগী পাঠককে আহমদ জে. সোহান ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড