• বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০  |   ২২ °সে
  • বেটা ভার্সন
sonargao

২০ টাকা নিয়ে কুমিল্লায় দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

  লাকসাম প্রতিনিধি, কুমিল্লা

০৯ মার্চ ২০২০, ২০:০৬
সংঘর্ষ
দুই পক্ষের সংঘর্ষ (প্রতীকী ছবি)

অটোরিকশার ২০ টাকা ভাড়া নিয়ে কুমিল্লায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

পরে গুরুতর অবস্থায় আহতদের কুমিল্লা ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

রবিবার (৮ মার্চ) দিবাগত রাতে জেলার লাকসাম উপজেলার পূর্ব লাকসাম ইউপির ৯ নম্বর ওয়ার্ডের পেঁচরা মধ্যপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার (৯ মার্চ) খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহতরা হলেন- পেঁচরা মধ্যপাড়া গ্রামের দেলোয়ার হোসেন ও তার স্ত্রী মঞ্জুমা বেগম পান্না, ছেলে ফরিদ উদ্দিন, ফয়সাল, পারভেজ, ভাতিজা ইয়াছিন, ইয়াকুব আলী, সাদেক হোসেন, ইউসুফ, আলেয়া বেগম ও বশির আহমেদ।

স্থানীয়রা জানান, পেঁচরা মধ্যপাড়া গ্রামে রবিবার রাতে চাচা দেলোয়ার ও ভাতিজা ইয়াছিনের মধ্যে অটোরিকশার ২০ টাকা ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জেরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের লোকদের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পাশাপাশি আহতদের লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে গুরুতর আহত দেলোয়ার হোসেনকে ঢামেকে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পেঁচরা মধ্যপাড়া গ্রামের বৃদ্ধা হাসান আলী ভূঁইয়া দৈনিক অধিকারকে জানান, রাতে দেলোয়ার ও ইয়াছিন অটোরিকশার সামান্য ২০ টাকা ভাড়া নিয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। পরে উভয়পক্ষের বাড়ির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় লোকজন আহতদের হাসপাতালে প্রেরণ করে।

আরও পড়ুন : বরিশালে ধর্ম নিয়ে কটূক্তি, স্কুলশিক্ষককে গণধোলাই

এ দিকে, গুরুতর আহত দেলোয়ার হোসেনের ছেলে ফরিদ বলেন, ‘ইয়াছিন আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। বর্তমানে আমার বাবাকে ঢাকা মেডিকেলে আইসিইউতে রাখা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় মেম্বার মোবারক হোসেন দৈনিক অধিকারকে জানান, বর্তমানে উভয়পক্ষের লোকজন লাকসামের বাইরে চিকিৎসাধীন রয়েছেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড