• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাঁপাইনবাবগঞ্জে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

০৮ মার্চ ২০২০, ১৫:৫৭
যাবজ্জীবন
যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত মো. মাসুদ রানা (ছবি : দৈনিক অধিকার)

শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার দায়ে চাঁপাইনবাবগঞ্জে মো. মাসুদ রানা (৫১) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (৮ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত মাসুদ রানা জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ভাটাটোলা গ্রামের মৃত বাহার আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের পশ্চিম চণ্ডিপুর গ্রামের মৃত আলতাফ হোসেনের মেয়ে সায়মা খাতুন পলির সঙ্গে ১৫ বছর আগে একই ইউনিয়নের ভাটাটোলা গ্রামের মাসুদ রানার বিয়ে হয়। কোনো কাজকর্ম না করায় মাসুদ রানার সঙ্গে তার স্ত্রীর প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। এরই জেরে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর দিবাগত রাতে স্ত্রী সায়মাকে শ্বাসরোধ করে হত্যা করে মাসুদ।

আরও পড়ুন : গোপালগঞ্জে বিদেশি মদসহ ধরা খেল যুবক

এ ঘটনায় নিহতের মা সেতারা বেগম বাদী হয়ে পরদিন সকালে মাসুদ রানার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। পরে মামলার তদন্ত শেষে মাসুদকে অভিযুক্ত করে ২০১৮ সালের ২৩ মার্চ আদালতে চূড়ান্ত অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার ওসি মো. মাহতাব আলী।

দীর্ঘ শুনানির পর অপরাধ প্রমাণিত হওয়ায় রবিবার বিচারক মাসুদ রানাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড