• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চোরচক্রের ২ মহিলা আটক, ছেড়ে দিলেন এমপির ভাই

  শরীয়তপুর প্রতিনিধি

০৮ মার্চ ২০২০, ১১:৪৭
শরীয়তপুর
চোরচক্রের দুই মহিলা

শরীয়তপুর সদর হাসপাতালে সংঘবদ্ধ চোরচক্রের দুই মহিলা সদস্য আটক। এই সংঘবদ্ধ চোরচক্রের সদস্যরা বহুদিন যাবত শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মোবাইল ও টাকা চুরি করে আসছিল।

৭ মার্চ ২০২০ শনিবার সকাল সাড়ে ১১টার সময় শরীয়তপুর সদর হাসপাতালের ভিতর থেকে তাদের আটক করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে হাসপাতালে যেসব রোগীরা চিকিৎসা নিতে আসে তাদের ভ্যানিটি ব্যাগ থেকে সুকৌশলে টাকা ও মোবাইল চুরি করে নিয়ে যায়। আরও জানা গেছে এই সংঘবদ্ধ চোরচক্রের সদস্যরা বহুদিন যাবত শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মোবাইল, টাকা চুরি করে আসছিল।

চিকিৎসা নিতে আসা রোগী ফাতেমা আক্তারের এক হাজার টাকাসহ একটি স্বর্ণের নাকফুল এবং অপর এক রোগী নাজমা আক্তারের দুই হাজার টাকাসহ ব্যাগ চুরি হয়। চুরি করার সময় সংঘবদ্ধ চোরচক্রের দুই মহিলা সদস্যকে হাতেনাতে ধরা হয়।

মহিলা দুই চোর সদস্যের নাম পরিচয় জানা গেছে। দুইজনের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর ইউনিয়নের হারগিলা গ্রামে। একজন আব্দুর রবের স্ত্রী রজনী আক্তার (২৫) এবং অপরজন মো. রাসেলের স্ত্রী মরিয়ম বেগম (১৮)। তারা বর্তমানে শরীয়তপুর পালং থানার আংগারিয়া বড় ব্রিজের পশ্চিম পাশে বাইদ্যা বস্তিতে বসবাস করে। চোরদের ধরিয়ে দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃক পালং থানায় বিষয়টি অবগত করা হয়।

এ ব্যাপারে সদর হাসপাতালের আর.এম.ও সুমন কুমার পোদ্দার বলেন, ‘আমরা চোর ধরে থানায় খবর দেই। থানা পুলিশের সামনে এমপি সাহেবের ভাই দিপু মিয়া এসে মীমাংসা করেন। মীমাংসার সময় আমাদের ডাকে নাই।’

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম দৈনিক অধিকারকে বলেন, নারী চোরের খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলাম। গিয়ে পাইনি। শুনেছি এমপির ভাই এসে মীমাংসা করে দিয়েছে।

ওডি/আরবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড