• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে দোকানপাট ভাঙচুর

  সুনামগঞ্জ প্রতিনিধি

০৭ মার্চ ২০২০, ২৩:১২
সংঘর্ষ
সংঘর্ষে ভাঙচুরকৃত একটি ফলের দোকান (ছবি : দৈনিক অধিকার)

পরিবহন শ্রমিকদের মারামারিকে কেন্দ্র করে সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ব্যবসায়ীদের দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় আহত হলে হাবিবুর রহমান হাবু (৩৫) নামে এক পরিবহন শ্রমিককে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি- এই সংঘর্ষের ঘটনায় অন্তত দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারের বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের মঈনুল ইসলাম ওরফে ময়না মিয়ার ছেলে ও সিএনজিচালক সাইফ মিয়া (১৬) ও সিএনজি চালক হাবিবুর রহমান ওরফে হাবু মিয়ার (৩৫) মধ্যে পাওনা টাকা নিয়ে শনিবার কথা কাটাকাটি হয়। এ ঘটনা মারামারিতে রূপ নিলে গুরুতর আহত হন হাবু মিয়া।

এ দিকে, হাবু মিয়ার সিএনজিটি সাইফ আটক রাখলে খবর পেয়ে সিএনজির মালিক একই ইউনিয়নের চন্দপুর (কোনারবাড়ি) গ্রামের রুহুল মিয়া ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন। একপর্যায়ে রুহুল মিয়া তার দলবল নিয়ে ক্ষিপ্ত হয়ে পাগলা বাজারের বাসস্ট্যান্ড এলাকার বেশ কয়েকটি দোকানে হামলাসহ ভাঙচুর চালায়। এতে ব্যবসায়ীদের নগদ অর্থ লুটপাট ছাড়াও মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- সাজিদ মিয়া, জোবায়ের আহমদ, শানুর আলী, জগলু মিয়া, নোয়াব আলী, ইউনুছ আলী, মকদ্দুস আলী, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, নূর মিয়া, জয়নুল মিয়া, জলাল উদ্দিন, জামাল উদ্দিন ও মিজানুর রহমান মিজান।

পরে খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন দৈনিক অধিকারকে বলেন, ‘সংঘর্ষের খবরে আমি ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত দোকানগুলো দেখেছি। উভয়পক্ষের সঙ্গে কথা বলেছি। এখন পরিবেশ শান্ত রয়েছে।’

আরও পড়ুন : আশুলিয়ায় গণপিটুনির শিকার বহিষ্কৃত যুবলীগ নেত্রী, আটক ৩

ঘটনার সত্যতা স্বীকার করে দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই আলাউদ্দিন জানান, শনিবার সিএনজি চালকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। এ সময় বিষয়টিতে কেউ অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড