• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘পার্বত্য অঞ্চলের চিত্র দিন দিন পাল্টাচ্ছে‘

  আলীকদম প্রতিনিধি, বান্দরবান

০৭ মার্চ ২০২০, ২২:৫১
পার্বত্য
বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (ছবি : দৈনিক অধিকার)

পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। আলীকদম উপজেলা ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নে ৩০ লক্ষ টাকা ব্যয়ে নয়াপাড়া ইউনিয়ন পরিষদ বায়তুল মাহমুদ মসজিদ ও ৩০ লক্ষ টাকা ব্যয়ে নয়াপাড়া বৌদ্ধ বিহার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

এ ছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের, ‘টি আর এবং কাজের বিনিময়ে টাকা (কাবিটা)’ বিশেষ প্রকল্পের আওতায় গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের নির্মিত বাসগৃহ হস্তান্তর করেন এবং গৃহে প্রবেশ করেন পার্বত্যমন্ত্রী।

এ দিকে আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ১০০টি গরিব অসহায় দুস্থ পরিবারের মাঝে গাভী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার, আলীকদম উপজেলা আওয়ামী লীগ সভাপতি মংব্রচিং মার্মাসহ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা।

আরও পড়ুন : বগি লাইনচ্যুতির ৪ ঘণ্টা পর ভৈরবে ট্রেন চলাচল শুরু

পার্বত্যমন্ত্রী বলেন, পাহাড়ে সামগ্রিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর। পার্বত্য এলাকায় বসবাসরত জনগোষ্ঠীর জীবনমানে পরিবর্তন এসেছে, সরকারের গৃহীত নানামুখী উন্নয়নের ফলে পার্বত্য অঞ্চলের চিত্র দিন দিন পাল্টে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে আমাদের এক হতে হবে। উন্নয়নের অগ্রযাত্রার পথে বাংলাদেশ, ২০৪১ সালের মধ্যে এই দেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে বলে জানান তিনি।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড